More

    বরিশালের ১০ বীর মুক্তিযোদ্ধা পেলেন বিশেষ সম্মাননা

    অবশ্যই পরুন

    বরিশালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজখবর নেন।

    জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবছর ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে পাঁচজন বরিশাল মহানগরীর এবং পাঁচজন সদর উপজেলার বাসিন্দা।

    সম্মাননাপ্রাপ্তরা হলেন মহানগরীর মোসলেম আলী খান, মরহুম ছত্তার সন্যামত, আলতাফ হোসেন, আবদুল কাদের, মরহুম আনোয়ার হক।

    এছাড়া সদর উপজেলার তোফাজ্জেল হোসেন মল্লিক, জাহিদ হোসেন, সুলতান আহম্মেদ শরীফ, আব্দুল মান্নান গাজী ও হারুন আর রশিদ।

    উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, বীর মুক্তিযোদ্ধারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...