More

    নেছারাবাদে রাস্তার ইট তুলে নিয়ে বাড়ির কাজে ব্যবহার করার অভিযোগ

    অবশ্যই পরুন

    নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠি পাটিকেলবাড়ী রাস্তার ইট তুলে নিয়ে বাড়ির নির্মাণ কাজে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে জনৈক রেহানা বেগম নামে এক নারীর বিরুদ্ধে।

    রেহানা বেগম ইউনিয়নের পাটিকেলবাড়ী গ্রামের মো: মকবুল হোসেনের স্ত্রী। এভাবে ইটগুলো তুলে নেয়ায় চরম দুর্দশার মধ্য রাস্তা দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। রেহানা বেগম এলাকার একজন মামলাবাজ ঝগড়াটে নারী হিসেবে পরিচিতি পাওয়ায় তার এমন কর্মকাণ্ডে কেহ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।

    প্রকাশ্য দিবালোকে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে ব্যক্তিগত বাড়ি নির্মাণ বড় ধরনের ডাকাতির শামিল মনে করছেন স্থানীয়রা। জানাগেছে গুয়ারেখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাবাড়ী জামে মসজিদ হইতে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এইচবিবি রাস্তা নির্মাণ শুরু হয়। রাস্তা নির্মাণে রাস্তার পুরানো ইট রাস্তার দু’পাশে ফেলে রাখা হয়।

    ইট ফেলে রাখা মাত্র স্থানীয় মামলাবাজ রেহানা বেগম প্রকাশ্য দিবালোকে ইটগুলো তুলে নিচ্ছেন নিজের বাড়িতে। তিনি ইটগুলো নিয়ে নিজের বাড়ি নির্মাণ কাজে খোয়া তৈরি করছেন। এছাড়াও ওই দিয়ে তিনি নিজ বাড়ির ব্যক্তিগত রাস্তায় ব্যবহার করছেন।

    তার এহেন কাজে স্থানীয় কেহ বাধা দেয়ারও সাহস দেখাচ্ছেননা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রেহানা বেগম একটি একতলা পাকা বাড়ি তৈরি করছেন। বাড়ির সামনে সরকারি ইট ফেলা রাখা হয়েছে। এছাড়াও ওই পুরানো ইটের খোয়ার স্তূপ রাখা আছে তার বাড়িতে।

    এ বিষয়ে জানার জন্য তার বাড়িতে গিয়েও ওই নারীর কথা বলা সম্ভব হয়নি। রেহানা বেগম বিএনপির স্থানীয় মহিলা দলের সক্রিয় কর্মী। স্থানীয় নাম না প্রকাশ শর্তে অভিযোগ করেন রেহানা বেগম একজন মামলাবাজ নারী। তার মুখের ভাষা খুবই খারাপ। তার অন্যায়ের বিরুদ্ধে কোহ কোন প্রতিবাদ করলে নানা মিথ্যা অভিযোগ তোলেন। তাই ভয়ে রাস্তার ইট নেয়ার বিষয়ে কেহ কিছু বলছেনা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...