নেছারাবাদে সাড়ে তিন কেজি গাজা সহ একই পরিবারের দেলোয়ারা বেগম(৫০) নামে এক নারী ও তার ছেলে মেয়েকে গ্রেফতার করে মামলা দিয়েছে নেছারাবাদ পুলিশ।
শুক্রবার মধ্য রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ড থেকে ওই নারীর স্বামী মাদক ব্যবসায়ী মো: জহিরুল হকের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী জহিরুল হক কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত অপর দুইজন হলেন, দেলোয়ারা বেগমের ছেলে মো: বেল্লাল হোসেন(৩০), মেয়ে মোসাৎ: জাহিদা আক্তার স্বর্না(২৮)। পুলিশ পলাতাক জহিরুল হক সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে শনিবার দুপুরে তিনজনকে পিরোজপুর আদালতে প্রেরণ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদে জানতে পারেন ওই গ্রামে রাতে মাদক কেনা বেচা চলছে। এসময়, নেছারাবাদ থানার মিয়ারহাট বাজারে টহলরত পুলিশ পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ডে জহিরুল হকের ঘরে তল্লাশি চালান।
পুলিশ তাদের রান্না ঘরের পানির ড্রামের ভিতর থেকে পলিথিনে পেঁচানো ৩ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করেন। কৌশলে মাদক ব্যবসায়ী জহিরুল হক পালিয়ে যায়। পুলিশ পলাতক জহিরুলের স্ত্রী,ছেলে ও মেয়েকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
পরে শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পিরোজপুর কোর্টে প্রেরণ করেন। নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় আরো মাদক মামলা আছে। জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা করে আসছে।