More

    ঝালকাঠিতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো: সোহেল ফরাজীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বরগুনা জেলার বামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সোহেল ফরাজী বরগুনা জেলার বামনা উপজেলার ঢুসখালী গ্রামের আইয়ুব আলী ফরাজীর ছেলে। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বরগুনার বামনায় গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রিয়াজ রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন কৃষ্ণ, এএসআই সজল খানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে (সোহেল ফরাজী) গ্রেফতার করে।

    এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা, একটি কুঠার, একটি শাবল উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কমপক্ষে ছয়টি মামলা রয়েছে।

    কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো: সোহেল ফরাজীকে গ্রেফতার করে আজ সকাল ১১টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি...