মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।
মঙ্গলবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণিল বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন । পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, বীরমুক্তিযোদ্ধা আঃ জলিল, আলীনগর ইউপি সাবেক চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান মিলন সর্দার,
আ.লীগ নেতা লুৎফর সর্দার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো.এমদাদুল হক সর্দার,মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সর্দার,
উপজেলা সাবেক ছাত্রলীগের সম্পাদক মো. ইলিয়াস হোসেনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বৃন্দ, আনসার ভিডিপি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সহ সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোকে ক্রেস্ট প্রদান করেন।