যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।
এরপর জাতির সুর্য সন্তান, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন জানায়।
মঙ্গলবার সকাল ৬ টায় আওয়ামী দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এছাড়া উপজেলা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

উপজেলা প্রশাসন উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। এছাড়া স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ডিসপ্লে প্রদর্শনী করা হয়।
এসব অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১১টায় মহান এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুত্তিযুদ্ধে শহিদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসএম মোশারফ হোসেন মিন্টু জীবন কুমার মন্ডল, নেছারউদ্দিন আহমেদ টিপু, অমল মুখাজীর্, গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু,
