More

    শহরের বস্তিতে বরিশালের মানুষ বেশি

    অবশ্যই পরুন

    মোট জনগোষ্ঠীর প্রায় সাড়ে ৫ শতাংশ পরিবার বসবাস করে শহরাঞ্চলের বস্তিতে। এদের মধ্যে বরিশাল এলাকার মানুষ সবচেয়ে বেশি।

    জরিপ অনুযায়ী বস্তির প্রায় সাড়ে ১৩ শতাংশ পরিবার বরিশালের। এর পরই আছে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের মানুষ। ৪ ও ৫ নম্বরে আছে কুমিল্লা ও নেত্রকোনার মানুষ।
    রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

    বিবিএসের জরিপের তথ্যমতে, বস্তিবাসীর মধ্যে ৯ দশমিক ৩৪ শতাংশ পরিবার এসেছে মংমনসিংহ জেলা থেকে। তৃতীয় অবস্থানে থাকা কিশোরগঞ্জ জেলা থেকে এসেছে ৭ দশমিক ৮২ শতাংশ পরিবার। এরপর কুমিল্লা থেকে এসেছে ৬ দশমিক ৫২ শতাংশ পরিবার। পঞ্চম অবস্থানে থাকা নেত্রকোনা জেলা থেকে এসেছে ৫ দশমিক ২৬ শতাংশ পরিবার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বল্পমূল্যের উদ্যোগের পরও বরিশালে চাল-আটার দাম ঊর্ধ্বমুখী, বাড়ছে জনদুর্ভোগ

    সরকারের কোনো পদক্ষেপই চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করা সম্ভব হচ্ছেনা। আমন মৌসুম শেষ হবার আগেই বরিশালের চালের বাজার...