বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের মেঝ ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিকদার ০৩ এপ্রিল রাত সোয়া ১ টায় বড়াকোঠাস্থ নিজ বাড়িতে মৃত্যু বরন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ঐ দিন মঙ্গলবার জোহর নামাজ শেষে বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ,
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস , গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারিছুর রহমান , আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে আশিক আব্দুল্লাহ, নিহতের ভাই উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,
সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি , উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন , মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী হাওলাদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রাষ্ট্রীয় মর্যাদায় প্রশাসনিক দায়িত্ব পালন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। সালাম প্রদান করেন মডেল থানার এস আই মোঃ ওসমান গনি সহ সঙ্গীয় ফোর্স।