More

    উজিরপুরে শিক্ষক কর্তৃক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা।

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডে এক ছাত্রীর বাসায় পড়াতে যায় পার্শ্ববর্তী ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও পৌরসভার (৪-৫-৬) নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিল ছবি রানি নন্দীর স্বামী প্রাইভেট শিক্ষক লম্পট বাবুল কুমার জয়ন্ত নন্দী (৪৫)।

    শিক্ষার্থীর পরিবারের লোকজন উজিরপুর বাজারে বাজার করতে গেলে এই সুযোগে প্রাইভেট পরানের কথা বলে দরজা নক করে এবং ঘরে প্রবেশ করে লম্পট শিক্ষক জয়ন্ত নন্দী। এক পর্যায় ঘরের দরজা বন্ধ করে ছাত্রীকে বিভিন্ন আপত্তিকর কাজের প্রস্তাব দেয়। তখন ছাত্রী তার অবৈধ ও আপত্তিকর কাজে রাজি না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। জোরাজুরির একপর্যায়ে ছাত্রী ডাক চিৎকার দিলে লম্পট শিক্ষক পালিয়ে যায়। পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে।

    পরে ৩ এপ্রিল বুধবার ছাত্রী উজিরপুর মডেল থানায় বাদী হয়ে লম্পট চরিত্রহীন শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দীর(৪৫) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

    একজন শিক্ষক কৃত একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টার বিষয়ে এলাকার সচেতন নাগরিকরা বলেন একজন শিক্ষক কখনোই এমন কাজ করতে পারে না। আমরা তার কঠিন বিচার চাই।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন একজন প্রাইভেট শিক্ষক কর্তৃক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের হয়েছে। ইতি মধ্যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...