আফ্রিকা মহাদেশের বৃহত্তম নগরী মোগাদিশুর প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন বাংলাদেশি খ্যাতিমান অধ্যাপক বরিশালের আগৈলঝাড়া উপজেলার সন্তান ডক্টর শেখ আসিফ এস মিজান।
প্রফেসর মিজান এর আগে ঢাকায় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম মৌলভি জোবায়েদ আলী ও নূরজাহান বেগমের সন্তান তিনি।
গ্রামীণ জনপদে এই অধ্যাপকের জন্ম হলেও তার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সীমানায় পৌঁছে দিয়েছে। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে ডক্টর মিজান সিটি ইউনিভার্সিটি অফ মোগাদিসু এর প্রফেসর ও বিভাগীয় প্রধান এবং আলফা ইউনিভার্সিটি আই ইউনিভার্সিটি অফ ব্যুরো এর পোস্টগ্রাজুয়েট স্কুলের পূর্ণকালীন প্রফেসর এবং সিমাদ ইউনিভার্সিটি, জামহুরিয়া ইউনিভার্সিটি, গলিজ ইউনিভার্সিটি, রিফটভ্যালি ইউনিভার্সিটি এবং নিউ জেনারেশন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।
দেশে—বিদেশে জার্নালে ডক্টর মিজানের বহু প্রবন্ধ ছাপা হয়েছে এবং তিনি ‘নারী ও রাজনীতি’ নামে একটি বইয়ের রচয়িতা। ডক্টর মিজান বহু দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্ট, মূল বক্তা, রিসোর্স পারসন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সেমিনারগুলোতে মূল প্রবন্ধ উপস্থাপনার জন্য জাতিসংঘ তাকে পাঠিয়েছে প্রশংসাপত্র।