ঈদ—উল—ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ১৩ হাজার ২শত ৩৫টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে (ভিজিএফ) চাল বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন প্রমুখ। পরে প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে (ভিজিএফ) চাল বিতরণ করা হয়।