মাদারীপুরে কালকিনিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দুই জুয়ারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ এপ্রিল) কালকিনির উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ দণ্ডাদেশ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার সিডিখান ইউনিয়নের মোঃ ইমরান কবিরাজ (১৮) ও বিজয় কবিরাজ (১৮) এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,
সন্ধ্যায় সিডিখাঁন ইউনিয়নে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দুইজনকে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারার অপরাধে ১৫ (পনেরো) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । এ সময় কালকিনি থানার এসআই নজরুল ইসলাম সহ সঙ্গী ফোর্স নিয়ে মোবাইল কোর্টে সহযোগিতা করেছেন।