More

    আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা সাংস্কৃতিক সংঘের উদ্যেগে বাংলা ১৪৩১ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে রোববার সকালে বিভিন্ন রং—বেরংয়ের ফেস্টুন, ব্যানারসহ ঢাক ঢোল নিয়ে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে উপজেলা পরিষদ হলরুমে বাঙালি সংস্কৃতির বিভিন্ন্ ঐতিহ্য উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। নববর্ষের শোভা যাত্রায় মুক্তিযোদ্ধা, স্কুল—কলেজের শিক্ষার্থী, সরকারি—বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেন।

    শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে নববর্ষের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম রঞ্জন হালদার,

    সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকসহ সরকারি কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নববর্ষ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও উপজেলার বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলা অনুষ্ঠিত হয়েছে।

    মেলায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত ও ইউনিয়ন চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...