More

    আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আইন—শৃংখলা বাহিনীর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা রথখোলা বাসস্ট্যান্ড জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানি মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

    এসময় গৈলা রথখোলা বাসস্ট্যান্ডের মিকি আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে মো. মাহাবুব মুন্সিকে ৭ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় আয়ান ফার্মেসির মালিক সৈয়দ মহিউদ্দনকে ৫ হাজার টাকা,

    ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকার অপরাধে মুদি দোকানের মালিক সৈয়দ বাচ্চুকে ২ হাজার টাকা ও মো. সোহাগ সরদারকে ১ হাজার টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া...