মাদারীপুরের কালকিনিতে সারা দেশের ন্যায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দিবসটি উপলক্ষ্যে ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মারগুব তৌহিদ সহ অন্যান্য অফিসার ও সাংবাদিক বৃন্দরা।