More

    কালকিনিতে বিষাক্ত সাপের ছোবলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে মাটির গর্তের মধ্যে থেকে মাছরাঙা পাখির ছানা ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আবু হুমাইদ (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।

    নিহত আবু হুমাইদ পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ইতালি প্রবাসী শওকত বেপারীর একমাত্র শিশুপুত্র ওচরবিভাগদী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। আজ শনিবার বিকালে তার মৃত্যু হয়।

    নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, মাদ্রাসা ছাত্র আবু হুমাইদ মাছরাঙা পাখির ছানা ধরার জন্য তার বাড়ির পাশের পুকুর পাড়ের একটি মাটির গর্তের মধ্যে হাত প্রবেশ করায়। এ সময় গর্তের মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতের উপর বেশ কয়েকটি ছোবল মারে।

    এতে করে আবু হুমাইদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের চাচা লিয়াকত ব্যাপারী জানান, আবু হুমাইদ পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে। বিষয়টি খুবই কষ্ট দায়ক।

    এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন জানান, মাদ্রাসা ছাত্রের মারা যাওয়ার বিষয়টি আমরা পরে জানতে পেরেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...