More

    কালকিনিতে ৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মনোনয়নপত্র দাখিল

    অবশ্যই পরুন

    দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে মোট ৪ জন চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।

    আজ রোববার শেষ দিনে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্র দাখিল করা হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক আ.লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, আমেরিকা প্রবাসী নুরুজ্জামান সর্দার ও কয়ারিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

    অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ও সাহেবরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামাল।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা আ.লীগের সভাপতি চায়না খানম, মহিলা আ.লীগ নেত্রী কাজী নাসরিন মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন নিয়ে কালকিনি উপজেলার গঠিত।

    তবে কালকিনি উপজেলা থেকে মোট ৫টি ইউপি কেটে নিয়ে ডাসার উপজেলা গঠিত হয়েছে। তবে নবগঠিত ডাসার উপজেলার নির্বাচনের তফশিল এখন পর্যন্ত ঘোষণা হয়নি। কালকিনি উপজেলায় ভোটার সংখ্যা মোট ১৮৫১০২। পুরুষ ভোটার ৯৬৩২৫, মহিলা ভোটার ৮৮৭৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। তবে আগামী ২১ মে ভোট গ্রহণের কথা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...