More

    কলাপাড়ায় অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ শাপলা পাতা, হাঙর মাছ সহ ট্রলার জব্দ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুরে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ শাপলা পাতা,পীতাম্বরী ও হাঙর মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন এর নেতৃত্বে উপজেলার শিববাড়িয়া নদীর জননী বরফকল ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে এমভি মা জননী—৫ নামের একটি কাঠের ট্রলিং বোট আটক করে। আটকৃত ট্রলিং বোট থেকে নিষিদ্ধ ২ হাজার কেজি শাপলাপাতা মাছ, ৪০কেজি হাঙর ও ৩’শত কেজি পিতম্বরী মাছ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।

    কলাপাড়া উপজেলার মৎস্য অফিসের প্রতিনিধি মো. মহসিন রেজা ও মহিপুরের রেঞ্জ অফিসার আবুল কালাম আজাদ এর উপস্থিতি ওই রাতেই মাটিচাপা দেওয়া হয়। এসময় জেলেদের কাছ থেকে শাপলাপাতা মাছ আর ধরবে না মর্মে মুচলেকা নিয়ে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।

    নিজামপুর কোষ্টগাডের্র কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর নিরাপদ রাখতে কোষ্টগাডের্র অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...