More

    মাদারীপুরের ডাসারে অফদার খালের পাড় খেলতে গিয়ে ১৮ মাসের শিশু নিখোঁজ 

    অবশ্যই পরুন

    মাদারীপুরের ডাসারে রশমি বাড়ৈ নামে ১৮ মাসের এক শিশু অফদার খালের পড়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

    শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকার পশ্চিম শশিকর গ্রামের নিতাই বাড়ৈর ১৮ মাসের শিশু রশমি বাড়ৈ বাড়ির পাশে অফদার খালের পারে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে ছিল।

    তার সাথে খেলতে থাকা অন্য শিশুরা বাড়িতে গেলেও শিশু রশমি বাড়ৈ বাড়িতে না যাওয়ায় খোঁজাখুজি শুরু করেন তার পরিবারের স্বজনরা। পরিবারের ধারণা খেলতে খেলতে অফদার খালে পড়ে হারিয়ে যায় শিশু রশমি বাড়ৈ।

    খবর পেয়ে  কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অফদার খালে শিশুটিকে উদ্ধারের জন্য দীর্ঘ ৩ ঘন্টাব্যাপি তৎপরতা চালিয়েও ব্যর্থ হন। শিশু রশমি বাড়ৈর  মা মিলি বাড়ৈ বলেন, ও বাড়ির অন্য শিশুর সাথে খেলতে দেখে,আমি রান্নাঘরে গিয়ে ছিলাম। মাত্র পাঁচ মিনিট পড়ে দেখি আমার রশমি নেই।

    খালের ওপারে থাকা কয়েকজন বাঁচ্চা বলে ও খালের পাশে খেলতে ছিল। মনে হয় রশমি পানিতেই পড়ে হারিয়ে গেছে। আমি আমার বুকের ধনকে ফিরে চাই। এব্যাপারে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, দুপুর থেকে শিশুটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

    অবদার খালে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারের চেষ্টা চলছে কোন সন্ধান মিলছে না। আমি নিখোঁজ শিশুটির সন্ধানে এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করা ব্যবস্থা করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...