More

    মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূকে মারধর

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনারা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় লাঠির আঘাতে মাথায় প্রচন্ড জখম হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। গত শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে নিজ ঘরের সামনে এ ঘটনা ঘটে।

    আহত গৃহবধূ ওই থানার ৩নং তালতলী গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হাওলাদার স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গৃহবধূকে এমন নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।

    প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। আহত সূত্রে জানা যায়, আহত মিনারা বেগম ঘরের উঠানে ডাল রৌদ্রে শুকাতে দেয় । এ সময় প্রতিবেশী শাজাহান মিয়া গং দের কবুতর এসে ডাল খেতে থাকে। মিনারা বেগম কবুতরকে খাবার দিতে বললে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে যায় ।

    এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে শাজাহান ,মাজেদা, আয়েশা ,রেহেনা, সাজেদা, কাউসার সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।

    পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন।

    এ বিষয়ে আহতের স্বজনরা আরো জানান মামলাদারের প্রস্তুতি চলছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...