মাদারীপুরের কালকিনিতে তীব্র গরমে হিটস্ট্রোক করে শাহাদাত সর্দার(৫৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত পৌর এলাকার পশ্চিম শিকার পাড়া এলাকার ছালাম সরদারের ছেলে।
আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শাহাদাত সর্দার সকালে তীব্র গরমের মধ্যে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বাহিরে বের হন।
এসময় তিনি গরম সইতে না পেরে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে কালকিনি হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতের চাচাতো ভাই জালাল সর্দার বলেন, শাহাদাত সর্দার গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোক করে মারা গেছে।
এ ব্যাপারে শিকারমঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী জানান, ব্যবসায়ী শাহাদাত সর্দার গরমে কাজে বের হলে হিটস্ট্রোকে মারা গেছে।