More

    কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার রাজা মিয়ার তিনটি বজ্রপাতে মারা গেছে। মঙ্গলবার রাত আনুমানিক আড়াই টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামে হঠাৎ বজ্রপাতে গরু তিনটি মারা যায়।

    গরুর আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানাগেছে। কৃষক রাজা মিয়া জানান, গরু তিনটি বাড়ির পাশে বিলে বাঁধা ছিল। হঠাৎ বজ্রপাত পড়ে মঙ্গলবার গভীর রাতে গরু তিনটি মারা যায়। তিনটি গরু হারিয়ে কৃষক রাজা মিয়া দিশেহারা হয়ে পড়েছেন।

    চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে আমার এলাকার কৃষক রাজা মিয়ার তিনটি গরু মারা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবির অডিটরিয়াম নির্মাণে খাল ভরাটের অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে।...