More

    বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. হাসান নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যান।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পাঁছ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা।

    কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম খান বলেন, ‘আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি।

    এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নৌ-পুলিশের সহায়তায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...