পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ—মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান।
বুধবার রাত ৯ টার দিকে কলাপাড়া— কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। মৃত সাইদুর আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের হুমায়ুন কবির মোল্লার ছেলে। গত তিনদিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদুর রহমান নিজে মোটরসাইকেল যোগে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে কলাপাড়ার টিয়াখালী গ্রামের শ^শুরবাড়ি থেকে আমতলীর চলাভাঙ্গা গ্রামে আসছিলেন। পথিমধ্যে সিক্সলেন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মহিষ বোঝাই একটি মিনি পিক—আপের সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল প্রেরণ করেন। সেখানে পৌছলে চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।