মাদারীপুরের কালকিনি বৃষ্টি কামনায় গোপালপুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। দেশ জুড়ে অতি তীব্র তাবদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মাদারীপুরের গোপালপুরসহ এ অঞ্চলের সাধারণ মানুষ।
অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচু,কাঁঠাল ও বিস্তীর্ণ মাঠের ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের আশায় মাদারীপুরের কালকিনি গোপালপুরের মানুষ মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে সালাতুস ইস্তিস্কার নামাজ আদায় করেন।
ঈদগাহ ময়দানের খোলা আকাশের নিচে আজ বৃহস্পতিবার (২মে ) সকাল ০৭টায় ইস্তিস্কার (বৃষ্টির জন্য নামাজ) আদায় করেন গোপালপুর বাসী নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
ইদগাহ ময়দানে ইস্তিসকার নামাজের সার্বিক পরিচালনা করেন ধ্বজী হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এবিএম আব্দুল্লাহ ইমামতি করেন মাওলানা জুবায়ের ইসলাম উক্ত নামাজে অংশগ্রহণ কালকিনি ও ডাসার উপজেলার আংশিক বৃদ্ধ,যুবক ও কিশোরসহ শতশত মুসুল্লীগন। ইমাম সাহেব খুতবা প্রদানকালে বলেন,
জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাবদাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের কাছে ধর্ণা দেবো তিনি যেন রহমত বর্ষণ করেন। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছি।