More

    উজিরপুরে হিটস্ট্রোকে ধানকাটা শ্রমিকের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে হিটস্ট্রোকে ধানকাটা শ্রমিকের মৃত‍্যু।

    পুলিশ সূত্রে জানাগেছে ৪মে সাকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকার মোকলেস খানের জমিতে বোরো ধান কাটার উদ্দেশে কাজ করতে নামেন শ্রমিক বাগেরহাট জেলার মোড়লগঞ্জের ফুলতলা এলাকার সৈয়দ ফরাজীর পুত্র জামাল ফরাজী (২৬) সহ অন‍্যান‍্য শ্রমিক কাজ করতে করতে প্রচণ্ড গরমে জামাল অসুস্থ হয়ে পড়লে জমির মালিক মোকলেস সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উল্লেখ্য চলতি বোরো মৌসুমে ধানকাটা ও মাড়াইয়ের জন‍্য পার্শ্ববর্তী জেলা বাগেরহাট থেকে গত এপ্রিলে একদল শ্রমিক ওই এলাকায় আসেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ জানান শ্রমিক অসুস্থের সংবাদ পেয়ে খোঁজখবর নেয়া হয়েছে নিহত শ্রমিকের লাশ যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...