বরিশালের উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ ও বৈধ জাল বিতরণ ও আলোচনা সভা উজিরপুর উপজেলা প্রশাসন ও উজিরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
৪ মে বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম জামাল হোসেন,
সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিল ভাইস চেয়ারম্যান সীমা রানি শীল, উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেনর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ, বরাকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক ফারাহীন বালী প্রমুখ।