More

    কুয়াকাটায় প্রাইমারি স্কুলের বাউন্ডারির প্রাচীন গাছ কেটে ফেলা হয়েছে মানুষ ক্ষুব্ধ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর এলাকায় লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল সংস্কারের নামে কয়েকটি প্রাচীন গাছ কেটে ফেলা হয়েছে। সরকারি এলজিইডির খাস পুকরুপাড়ে স্কুলের বাউন্ডারি দেয়ালের পাশের এই গাছগুলো গত দুইদিনে কেটে ফেলা হয়েছে।

    স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম গাছগুলো কাটিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। প্রচণ্ড তাপদাহে সারা দেশে যেখানে গাছ লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে সেখানে ছায়াদানকারী প্রাচীন গাছগুলো কেটে নেওয়ায় পরিবেশকমীর্সহ সচেতন মানুষ উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

    রোববার কাটা গাছগুলো স্থানীয় সমিলে নিতে দেখা গেছে। কোন ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই প্রাচীন এই গাছগুলো কেটে ফেলার পরে স—মিলে বিক্রির অভিযোগ উঠেছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গাছগুলো স্কুল বাউন্ডারির বাইরের পাশে কে বা কারা কেটেছে, স্কুল বন্ধ থাকায় তিনি সঠিক জানেন না।

    তবে শুনেছেন কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ গাছগুলো কেটেছে। কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, স্কুলের বাউন্ডারি দেয়াল এ গাছের জন্য ফেটে গেছে। এছাড়া গাছগুলো কাটায় রাস্তাও পাশে বাড়বে। দুই— তিনটি গাছ কাতার কথা তিনি স্বীকার করেন।

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস জানান, পৌরসভা কর্তৃপক্ষ গাছগুলো কেটেছে বলে তিনি জেনেছেন। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, গাছ যারাই কাটুক এটি ঠিক হয়নি। যথাযথ প্রক্রিয়া ছাড়া গাছ কাতার কোন সুযোগ নেই। স্থানীয়রা জানান, ৯০ এর দশকে স্কুল ম্যানেজিং কমিটি এই গাছগুলো রোপণ করেছে। পরে এলজিইডি কর্তৃপক্ষ স্কুল কাম সাইক্লোন শেল্টার বাংলোতে রুপান্তর করলে বাউন্ডারি দেয়াল করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ

    বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে...