More

    বরিশালে আ.লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার নাম মো. জাকির হোসেন মৃধা। জাকির হোসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।

    এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশীবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য তিনি। ভিডিওতে দেখা গেছে, খালি গায়ে ঘরে বসে ইয়াবা সেবন করছেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা। মুখে ইয়াবা সেবনের পাইপ। কেউ একজন তার মুখে আগুন ধরে আছেন।

    আগুনের তাপে গলে যাওয়া ইয়াবার ধোঁয়া টেনে নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন । তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেছিলেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

    জানতে চাইলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা বরিশালটাইমসকে বলেন, আমি ইয়াবা সেবন করি না এবং এর সঙ্গে জড়িত নই। আমার মুখে ধরিয়ে দিয়ে ওরা ভিডিও করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

    বাকেরগঞ্জ থানা ওসি আফজাল হোসেন বরিশালটাইমসকে বলেন, আমি দেখিনি। যদি ওই রকম কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...