ফারাজ আকরামের ঝড়ে শেষ দিকে আশা জাগিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। শঙ্কা ছাপিয়ে ৯ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ।
তাওহিদ হৃদয়ের ৫৭ ও জাকের আলির ৪৪ রানের সৌজন্যে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজে ৩-০তে এগিয়ে গেল বাংলাদেশ। শেষ দুই ম্যাচ খেলতে ঢাকায় ফিরবে দুই দল। আরও একবার হতাশ করে জিম্বাবুয়ের স্বীকৃত ব্যাটসম্যানরা।
পঞ্চাশের আগে ৪ ও একশর আগে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। নবম উইকেটে ৫৪ রানের জুটিতে আশার আলো দেখান ফারাজ ও ওয়েলিংটন মাসাকাদজা। কিন্তু কাজ শেষ করতে পারেননি তারা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন ফারাজ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ৪ ওভারে তিনি খরচ করেন ৪২ রান। রিশাদ হোসেন ৩ ওভারে ৩৮ রানে নেন ২ উইকেট।