More

    উজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন

    অবশ্যই পরুন

    ” স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে বরিশালের উজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্ভোধন করা হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,

    মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রাকিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,

    সদ্য যোগদান কৃত উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার,

    এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম,উপজেলা পুষ্টি কমিটির আহবায়ক মোঃ অহেদুজ্জান। এসময় বক্তারা বলেন পুষ্টিগুনে সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ, ও রান্নায় পুষ্টি গুন বজায় রাখতে হবে।

    খাবারে চিনি ও লবনের মাত্রা সীমিত রাখতে হবে। অতিরিক্ত ভাজা তৈলাক্ত খাবার ও ফাষ্টফুড বর্জন করতে হবে। শিশুকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহন থেকে বিরত থাকতে হবে। সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে শুক্রবার ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার,

    তৃতীয় দিনে স্বাস্থ্য সেবা কেন্দ্রে পুষ্টি সেবা জোরদারকরন, চতুর্থ দিন মা ও শিশুর খাদ্য পুষ্টি নিয়ে মা সমাবেশ, পঞ্চম দিন প্রবীনদের পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি, ষষ্ঠ দিন কৈশোরকালীন পুষ্টি নিয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত করন, সপ্তম ও সমাপনী দিন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যের অংশগ্রহণে সমাপনি সভা অনুষ্ঠিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...