More

    উজিরপুরে তিন পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

    অবশ্যই পরুন

    চতুর্থ ধাপে বরিশালে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) এই তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার(৯মে) চতুর্থ ধাপের নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে-৪ ভাইস চেয়ারম্যান (পুরুষ)-৩ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-২ প্রার্থীদের মনোয়ন পত্র জমা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজিমুদ্দিন সূত্রে জানাজায়,

    চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়াামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল মজিদ সিকদার বাচ্চু, একই পরিষদের সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাসদের(আম্বীয়া) যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (সবুজ)।

    এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সীমা রানি শীল, ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট মোর্শেদা পারভীন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে চতুর্থ ধাপেই রয়েছে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন।

    ৯ ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ২ শত ৫৭ জন। ৮৩ টি কেন্দ্রে ৫ শত ৮ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ৯ মে শেষ হয়েছে। যাচাই-বাছাই ১২ মে প্রত্যাহার ১৯ মে ,প্রতীক বরাদ্দ দিবেন নির্বাচন কমিশন ২০ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন জানান,

    চতুর্থ ধাপের নির্বাচনে উজিরপুর উপজেলায় ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পেয়েছি। যাচাই বাছাই শেষে যারা টিকবে তারা নির্বাচনে অংশ নিবেন। আমরা আশা করছি প্রার্থীরা সকল প্রকার নির্বাচনী আচরণ বিধি মেনে তাদের প্রচারণা চালাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চাঁদার টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

    ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের...