সামাজিক কাজে অদম্য এই সমাজকর্মীকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড—২০২৪ এ সমাজ সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে সম্মানিত করা হয়। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ইউপি সদস্য রোজীনা আক্তার।
তার ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। মানবতার কল্যাণে মাদার তেরেসা শীর্ষক শ্লোগানে মাদার তেরেসা রিচার্স ওয়েলফেয়ার কাউন্সিল নামের প্রতিষ্ঠান (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি—কাঁচার মেলা মিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এম এম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ড. মাসুদা সিদ্দিক রোজী এমপি, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ব্যারিস্টার জাকির আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। মাদার তেরেসা রিচার্স ওয়েলফেয়ার কাউন্সিল ২০১৬ সাল থেকে বাংলাদেশ ও কলকাতায় বিভিন্ন মাধ্যমে অবদান রাখার জন্য গুণিজনদের সম্মাননা প্রদান করে আসছে।