বরিশালের বাকেরগঞ্জে কথিত যুবলীগ নেতা হায়দার সিপাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট করায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৪ মে) বেলা ২টায় বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে থানার ওসি মো. মোস্তফা তাকে গ্রেপ্তার করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার আউলিয়াপুর গ্রামের হায়দার আলী সিপাই তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘MD Hayder’ আইডি থেকে সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ব্যঙ্গ করে পোস্ট করে এবং সেই ছবির পোস্টের নিচে অশ্লীল কমেন্টস করেন।
এ ঘটনায় সৈয়দ সরোয়ার নামের এক ব্যক্তি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।