বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে বুধবার সকাল ১১ টায় উজিরপুর পৌরসভাস্থ সিকদারপাড়া বালুর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ,
পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম শিকদার, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ স্থানীয় জেলে সহ আরো অনেকে। এ সময় তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ১ম সংশোধিত এর আওতায় ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট আট মাস জাটকা সংরক্ষণ করতে হবে। আজকের জাটকা আগামী দিনের ইলিশ।
তাই সবাইকে মিলে ইলিশ সম্পদকে রক্ষা করতে হবে এবং জাটকা নিধন বন্ধ করতে হবে। আমরা যদি জাটকা না ধরি এবং ক্রয় বিক্রয় না করি তাহলেই সম্ভব ইলিশ সম্পদকে রক্ষা করা।