পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক প্রায়াত জীবন কৃষ্ণ মণ্ডলের স্মরণে রোববার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় জীবন কৃষ্ণ মণ্ডলের কর্মময় জীবনের উপর আলোচনা করেন কলাপাড়া প্রেসক্লাবে সাবেক সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি শামসুল আলম,
সহসভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন, প্রয়াত জীবন কৃষ্ণ মণ্ডলের ছোট ভাই দিলীপ কৃষ্ণ মন্ডল, সাবেক সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন উদ্দিন পারভেজ, অমল মুখাজীর্, আলহাজ মো: এনামূল হক, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, জসীম পারভেজ প্রমুখ।
সভার শুরুতে প্রায়াত জীবন কৃষ্ণ মণ্ডলের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।