More

    কলাপাড়ায় মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের সভাপতি দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের সভাপতি দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। ওই আবাসনের ভুক্তভোগী সাধারণ মানুষ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন।

    তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে বলেও অভিযোগ করেন। এনিয়ে ভুক্তভোগীরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, বালিয়াতলী আবাসনে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পে ৫৪ পরিবারের বসবাস। অভিযুক্ত দেলোয়ারকে ওই আবাসনের অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়।

    সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে দেলোয়ার স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রি’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ঘর দেওয়াসহ নানা সুবিধা দিবে বলে অর্থ আদায় করে আসছে। এছাড়া দেলোয়ার তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিভিন্ন সময় আবাসনের পুকুরের মাছ ধরে নিয়ে যায়।

    সে বেশিরভাগ সময় গভীর রাতে তার সংগীদের নিয়ে নেশা করে আবাসনের মধ্যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। ভুক্তভোগীরা আরো বলেন, দেলোয়ার যখন তখন মানুষের ঘরে তালালাগিয়ে হয়রানি করে। এছাড়া, তার বিরুদ্ধে ওই আবাসনের ঘর বিক্রি করে দেয়াড় অভিযোগ রয়েছে। তাই ভুক্তভোগী পরিবারগুলো দেলোয়ারের হাত থেকে বাঁচতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

    এবিষয়ে অভিযুক্ত দেলোয়ার বলেন, “আমার বিরুদ্ধে মানববন্ধনে যে অভিযোগগুলো তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।” কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...