More

    বরিশালে স্ত্রীকে নি*র্যা*তন মামলায় এএসআইয়ের ২ বছরের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে এক পুলিশ কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    সোমবার (২০ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিকে এ রায় ঘোষণা করেন।

    দণ্ডিত ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি ভোলার কলতলীর চর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে।

    মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালে কাশিপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার কন্যা শাহনাজ আফরোজের সঙ্গে বিয়ে হয় ঈশা খানের। বিয়ের সময় যৌতুক হিসেবে তাকে আড়াই লাখ টাকা দেওয়া হয়। এরপরে আরো পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করেন তিনি। তার নির্যাতনে স্ত্রী শাহনাজের গর্ভপাত হয়।

    এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাহনাজ।

    তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আদালতের কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

    অনলাইন ডেস্ক: বরিশালে জজ কোর্টের এক কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বরিশাল বিভাগীয়...