কালকিনি প্রতিনিধি: নবাগত মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস কালকিনি উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সাইফ-উল-আরেফীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা, জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে মতামত বিনিময় করেন। তিনি বলেন,
“সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
