More

    বরিশাল ৩ আসন উহ্য রেখে বাকি ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

    অবশ্যই পরুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি একটি আসন বরিশাল-৩ উহ্য রাখা হয়েছে। পরবর্তীতে এই আসনে প্রার্থিতা ঘোষণা করা হতে পারে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    ঘোষণা অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বরিশাল-৫ (মহানগর ও সদর উপজেলা) আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

    তবে এই জেলার আরেকটি আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ঘোষণার অপেক্ষায় রাখা হয়েছে। এ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং এবং কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিএনপির কেন্দ্রীয় একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মহাসচিব ঘোষিত এই তালিকায়ই চূড়ান্ত নয়, পরবর্তী সময়ে প্রার্থী পরিবর্তন করারও সুযোগ আছে।

    তবে বরিশালের এই তালিকা পরিবর্তনের সম্ভবনা কম এবং বাকি একটি আসন বরিশাল ৩ এ জয়নুল আবেদিন এবং সেলিমা রহমানের মধ্যেকার যে কোনো একজনকে নির্ধারন করা হতে পারে। আবার আসনটি শরীকদের ছেড়ে দেওয়ার বিষয়টি আলোচনায় আছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী-৩  আসনে বিএনপি প্রার্থী স্থগিত: জোট রাজনীতিতে নতুন অঙ্ক

    স্টাফ রিপোর্টার: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে...