More

    বরিশাল সংস্কৃতিকেন্দ্রের নতুন কমিটি গঠন

    অবশ্যই পরুন

    দীর্ঘ ২৩ বছর যাবত সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখা দক্ষিণাঞ্চলের সুপরিচিত সংগঠন ‘বরিশাল সংস্কৃতিকেন্দ্র’র নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার নগরীর সাউথ কিং চাইনিজ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে সদস্যদের কন্ঠভোটে নতুন কমিটি নির্বাচন করা হয়। নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

    ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ শিক্ষা উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান আতিক। পরিচালক (সাধারণ সম্পাদক) হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

    আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটির সহসভাপতির দায়িত্ব পেেেছন সাংস্কৃতিক সংগঠক ও শিল্পী মো. আব্দুল হাই, ব্যাংকার ও ক্বারী মোহাম্মদ আব্দুল মান্নান এবং হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আনোয়ার হোসাইন খান। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগর শাখার সাবেক পরিচালক তৈয়বুর রহমান আজাদ, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক সাঈদ মাহফুজ ও মুক্তবুলি ম্যাগাজিনের সহযোগী সম্পাদক আবদুল জলিল সিদ্দিকী সবুজ।

    এছাড়া বরিশালের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত যেসব গুণী ব্যক্তি কমিটিতে স্থান পেয়েছেন- তারা হলেন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান, মিডিয়া সম্পাদক সাজ্জাদুল হক, সহ মিডিয়া সম্পাদক তারিকুল ইসলাম শিকদার, অফিস সম্পাদক হাসানুল বান্না মিল্লাত, সহকারী অফিস সম্পাদক মাহাদী হাসান ফয়সাল, প্রচার সম্পাদক আবু জাফর শাহীন, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুজ্জামান, সহ প্রকাশনা সম্পাদক মুন্সী এনাম, পাঠাগার সম্পাদক পরাগ সরদার, সাহিত্য সম্পাদক আবদুর রহিম রিয়াজ, সহ সাহিত্য সম্পাদক সোহাগ খান, প্রশিক্ষণ সম্পাদক আহমদ আল আমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সংগীত বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ হাদী, সহ সংগীত বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, নাট্য সম্পাদক বাকিবিল্লাহ ফেরদৌস, আইটি সম্পাদক আল আমিন হোসাইন। নির্বাহী সদস্য জিয়াউর রহমান মনির, এনামুল হক, মো. কবির, মো. মিজানুর রহমান, আবদুর রাজ্জাক, আশিকুল হায়দার মানিক, মিরাজুল হক ও মো. মিজানুর রহমান।

    অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল তার বক্তব্যে বলেন, সুস্থ সাংস্কৃতিক বিকাশের জন্য সংগঠনের কোনো বিকল্প নেই। তিনি নতুন কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন ভবিষ্যতের বাংলাদেশে সংস্কৃতি ইসলামের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে।
    উল্লেখ্য, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ২০০৩ সাল থেকে এই অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল কাজ করে আসছে। সংগঠনটি ইসলামী ও দেশীয় সংস্কৃতিতে নাটক, গান, সামাজিক উদ্যোগসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল শেবাচিম হাসপাতালে আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টিনন্দন পানির ফোয়ারা উদ্বোধন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধ্য ও উচ্চবিত্ত রোগীদের জন্য আধুনিক মানের বিলাসবহুল সাধ্যে ভাড়ায় ২২টি...