More

    উজিরপুরে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাপ পিরিচ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবালকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

    উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি )হাসনাত জাহান খান এ জরিমানা প্রদান করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি দপ্তর সূত্রে জানা যায়, ২২ মে বুধবার দুপুর সাড়ে বারোটার সময় ওটারা ইউনিয়নের যোগীরকান্দা হইতে মালিকান্দা এলাকায় দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে গাম দিয়ে কাপ পিরিচ মার্কার পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ আসলে সরজমিনে গিয়ে তার প্রমাণ পাওয়া গেলে এ(কাপ পিরিচ)মার্কার প্রার্থীকে ২ হাজার টাকা অর্থদণ্ড ও প্রার্থীকে নিজ খরচে পোস্টার অপসারণের নির্দেশ প্রদান করা হয়।

    চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালের প্রতিনিধি অধ্যাপক অলিউর রহমান দণ্ডের অর্থ পরিশোধ করেন এবং তাৎক্ষণিক দেওয়াল ও খুঁটি থেকে পোস্টার সরিয়ে সরিয়ে ফেলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...