More

    কালকিনিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সমাবেশ

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনি ফাঁসিয়াতলা হাটে শান্তি সমাবেশ এ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে একটি স্লোগান ” মাদক জুয়া বন্ধ করি, সুস্থ সবল সমাজ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে মাদক ও জুয়া বন্ধের দাবিতে এক শান্তুি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াতলা হাট ব্যবসায়ীদের কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী মো. হাফিজুর রহমান মিলন, এনায়েতনগর ইউপি আ.লীগ নেতা আব্দুস ছালাম সরদার, এনায়েতনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সেলিম সরদার, আলীনগর ইউপি আ.লীগ নেতা ও সমাজসেবক আরিফ হোসেন কিরন মোল্লা, সুৃমন আহমেদ ও নেজা মোল্লা সহ অন্যান্যরা।

    এসময় ব্যবসায়ী নেতারা বলেন, ঐতিহ্যবাহি ফাঁসিয়াতলা হাটকে জুয়া ও মাদকমুক্ত বোম নগর মুক্ত রাখতে হবে। এই হাটে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। আগের ন্যায় শান্তি ফিরিয়ে আনতে হবে হাটটিতে ।

    কোন প্রকার অপকর্ম চলতে দেয়া হবে না ফাঁসিয়াতলা হাটে। যারা গোপনে হাটে বসে জুয়া খেলেন বা মাদক ব্যবসা পরিচালনা করে থাকেন কাউকে আর ছাড় দেয়া হবে না। সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে একটি স্লোগান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...