More

    উজিরপুরে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উজিরপুর উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত।

    ২৫ মে শনিবার বেলা ১২টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা ও জনসচেতনতা করণীয় সম্পর্কে আলোচনা করেন উজিরপুর পৌরসভার মেয়র উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী,

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি।

    উপস্থিত ছিলেন উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা, উজিরপুর স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ প্রশাসনর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জনগণকে সচেতন করতে ওয়ার্ড পর্যায়ের আশ্রয় কেন্দ্র প্রস্তুত, মাইকিং করে সবাইকে সচেতন থাকার নির্দেশ প্রদান করেন।

    উল্লেখ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’।

    পটুয়াখালীর আলিপুর আবহাওয়া অফিস বলছে, গভীর রাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মহিপুরে ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

    ডাক্তার না হয়েও দাঁত ও চোখের চিকিৎসা দিচ্ছেন দুই ভাই শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার...