জোয়ারের পানিতে নিণ্মাঞ্চল প্লাবিত। বরিশালের উজিরপুরে ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেঙ্গেছে চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা ভেসেগেছে মৎসঘেড় সবজি সহ ফসল নষ্ট, বিধ্বস্ত আধা কাচা ঘরবাড়ি, গাছ উপরে পরে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত।
দুর্গতদের মাঝে উজিরপুর বানড়িপারা আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননের পরামর্শে ত্রাণ বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরুপণে উজিরপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
স্থানীয় সূত্রে জানাগেছে ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে উপজেলার নিণ্মাঞ্চল সাতলা, হারতা, ওটরা, ইউনিয়নে গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে গেছে। টানাবর্ষন ও জোয়ারের পানিতে তলিয়ে ভেসে গেছে ঘেরের লক্ষ লক্ষ তাকার মাছ। জল্লা, বরাকোঠা, গুঠিয়া, শোলক, বামরাইল, শিকারপুর উজিরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানের বসত ঘরে পানিতে তলিয়ে জনজীবন বিপর্যস্ত।
উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রকিবুল হাসান রনি খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর উপজেলা ওর্য়ার্কাস পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহিন, সাধারণ সম্পাদক সীমা রানী শীল।