More

    ঘূর্ণিঝড় রিমালে বরিশালের ৩৫ আড়তের কোটি টাকার চালের ক্ষতি

    অবশ্যই পরুন

    ঘূর্ণিঝড় রিমালের কারণে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় গোটা বরিশাল নগর। যেসব জায়গায় বিগত দিনে পানি জমেনি, এবার সেসব স্থানও হাঁটু পানির নিচে ছিল। এই পানির কারণেই নগরের লাইন রোড ও চাউল পট্টি এলাকার অন্তত ৩৫টি আড়তের কয়েকশ টন চাল ভিজে গেছে।

    পানিতে ভেজা চালের মধ্যে মিনিকেট, পাইজাম, স্বর্ণা, বুলেট, আটাশ, চিনিগুড়াসহ বিভিন্ন প্রকারের চাল রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভিজে যাওয়া চাল মানুষের খাওয়ার কোনো উপায় নেই। দুয়েকদিনের মধ্যে মাছের খাবার হিসেবে চালগুলো কেউ নিতে পারে। এরপর ফেলে দেওয়া ছাড়ো কোনো উপায় থাকবে না।

    ভিজে যাওয়া এসব চালের কোনো কাটতি নেই বলে জানিয়েছেন নগরের চাউল পট্টি এলাকার শ্রী গোপাল ভাণ্ডারের স্বত্বাধিকারী শিবু সাহা। তিনি বলেন, এবারের ঝড়ে বরিশালে এত পানি হয়েছে যে মাছের ঘের, পুকুর, খামার সবকিছু তলিয়ে গেছে। মাছগুলো ঘের থেকে বের হয়ে গেছে।

    মৎস্য চাষিরাও আমাদের মতো মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বলেন, পানি নেমে যাওয়ার পর যে যার মতো করে বিভিন্ন জায়গায় চালগুলো শুকানোর চেষ্টা করছেন বটে। তবে তাতে ২০ শতাংশ চালও উদ্ধার হয় কিনা সন্দেহ রয়েছে। আবার চালের সাথে সাথে আটা, চিনি, ডাল ময়দাসহ ‍অনেক ব্যবসায়ীর মুদি-মনোহরীর মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে।

    এসবের লোকসান কোনো আড়তদার কাটিয়ে উঠতে পারবেন না। কারণ, সব ব্যবসায়ীর মিলিয়ে ৩০০ টনের মতো চাল ভিজে নষ্ট হচ্ছে। সবাই বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন সরকার যদি আমাদের জন্য কিছু করে। মেসার্স বরিশাল খাদ্য ভাণ্ডারের মালিক স্বপন কুমার দত্ত জানান, বিগত দিনে কোনো সময়ে আড়তগুলোয় পানি ওঠেনি। এবার সেই রেকর্ড ব্রেক হয়ে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...