More

    বরিশালে বিবির পুকুরে ডুবে যুবকের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বিবির পুকুরে ডুবে সাগর (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌঁনে ৮টার দিকে দেড় ঘণ্টার চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী জানা যায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এক জুতা বিক্রেতার হাত থেকে পুকুরে পড়ে যাওয়া জুতা সাঁতরে তুলতে গিয়ে হঠাৎ মাঝ পুকুরে তলিয়ে যান সাগর। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস।

    সাগর নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা। তিনি বেকার যুবক। তবে মাঝেমধ্যে মানুষের ফরমায়েশ খাটেন টাকার বিনিময়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিবির পুকুরের পশ্চিম পাশের সড়কে ভ্রাম্যমাণ জুতা বিক্রির দোকান থেকে একটি জুতা বিবির পুকুরে পড়ে যায়।

    এ সময় সাগর ওই জুতা তুলে আনতে গামছা পড়ে পুকুরে ঝাঁপ দেন। এরপর তিনি পুকুরের পশ্চিম পাশে ভাসতে থাকা জুতা হাতে নিয়ে সাঁতরে পূর্ব দিকের মসজিদ সংলগ্ন ঘাটের দিকে আসতে থাকেন। পুকুরের মাঝ বরাবর যাওয়ার পর হাত উচিয়ে দুই বার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার দিয়ে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন কয়েকজন পুকুরে লাফিয়ে পড়লেও সাগরকে উদ্ধার করা যায়নি।

    পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পূর্ব দিকের বিসিসি এনেক্স ভবন সংলগ্ন জায়গা থেকে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।

    ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস বলেন, বিবির পুকুরে যুবক নিখোঁজের খবরে দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেছি। এখন তাঁর পরিবারের সন্ধান করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...