৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে হেলিপোর্ট মাঠে মঙ্গলবার শেষ বিকেলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্ধারমানিক নদী দখল—দূষণমুক্ত রাখা ও উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী সংগঠন এ কর্মসূচি পালন করে।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ কমীর্ গোলাম রায়হান, উন্নয়ন কমীর্ সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি ও মেজবাহউদ্দিন মাননু। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে রক্ষায় দখল—দূষণ বন্ধের দাবি জানান। পাশাপাশি উপকূলের মানুষের দুর্যোগকালীন জীবন ও সম্পদ রক্ষাকবচ সবুজ দেয়ালখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবি জানান।