পটুয়াখালীর সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ খান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি ফেরেন মোশারফ। খাওয়া-দাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যান। পাশের ঘরে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা।
রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের দেয়াল খুঁড়ে ভেতরে প্রবেশ করে। এ সময় শাহনাজ ও মালা চিৎকার করলে মোশারফ দৌড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোশারফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, এখনো কাউকে আটক করা যায়নি।
