More

    রাজাপুরে পাল্টাপাল্টি হামলায় পাল্টাপাল্টি মামলা! আসামী দেড় শতাধিক

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আহত ২৫ আহত হয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করছেন।

    দুই মামলায় আসামী করা হয়েছে দেড় শতাধিক ব্যক্তিকে। পুলিশ জানায়, দোয়াত কলম প্রতিকের সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখপূর্বক ৬৭ জনের নামে মামলা করেন। অপরদিকে মোটর সাইকেল প্রতিকের সমর্থক জহির মোল্লা বাদি হয়ে নামধারী ৪০ জনসহ মোট ১শ জনের নামে মামলা করেন।

    বুধবার (৫ জুন) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় প্রচার প্রচারনার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। এতো বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়৷ আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা নেয়।

    এ ছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে।

    ঘটনার পর রাতে দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ সংবাদ সম্মেলন করে তাদের কর্মী সমর্থকদের উপরে অতর্কিত হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন। তারা শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য প্রশাসনের কঠোর অবস্থানের দাবি জানান।

    রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, উভয় পক্ষ থেকে দুটি মামলা করেছে। আসামীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...